প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে হয়বতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রুহুল আমিন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি ২০০৬-এর ৫৭ ধারায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেন রুহুল আমীন।

এছাড়া অখ্যাত অনলাইন ওর্য়াল্ড নিউজের সরকারবিরোধী একটি সংবাদ শেয়ার দেন তিনি। শুক্রবার দুপুরে এলাকার লোকজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য দেখে রুহুল আমীনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

একই দিন বিকেলে আওয়ামী লীগ সমর্থিত কেরামত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় রুহুল আমীনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠন চক্রবর্তী জানান, মামলার যাবতীয় তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।