স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর ধরে এক্সরে মেশিন বিকল


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

দীর্ঘ ১৭ বছর ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন বিকল হয়ে রয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে বিকল অবস্থায় পড়ে রয়েছে উন্নতমানের এ মেশিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার লিখিতভাবে অবগত করেও কার্যত বিষয়টি আজোও সমাধান হয়নি।

তবে স্থানীয়দের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ অবস্থা বিরাজ করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে  হাওর অধ্যুষিত এ জনপদের বাসিন্দাদের।

জানা যায়, এক্সরে মেশিন না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিরুপায় হয়ে অন্যত্র গিয়ে অতিরিক্ত মূল্য চিকিৎসা নিতে হচ্ছে। এতে চরম বিপাকে রয়েছে সেখানকার নিম্ন আয়ের বাসিন্দারা।

হাসপাতাল সূত্র জানায়, ১৯৯৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে টিএফআইপিপি (থানা ফাংশনাল ইমপ্রুভমেন্ট পাইলট প্রজেক্ট) এর আওতাধীন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মাননোন্নয়নে একটি এক্সরে মেশিন বরাদ্দ দেয়া হয়। সুফল ভোগের দু’বছর যেতে না যেতে বিকল হয়ে পড়ে মেশিনটি।  

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার (টিএইচও) দায়িত্বে থাকা ডা. শামছুল আলম খান (শাওন) জানান, মেশিনটি মেরামতের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবরে চিঠি পাঠানো হলেও সমাধান হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, সদর হাসপাতাল ছাড়া অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন বিকল রয়েছে। সমস্যা সমাধানে এবং প্রয়োজনীয় লোকবলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রাজু আহমেদ রমজান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।