নাটোরে ১০টি ককটেলসহ যুবক আটক


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে ১০টি ককটেলসহ শরিফুল ইসলাম শরিফ (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। বুধবার ভোরে উপজেলার চকআলা দখতা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়। আটক শরিফুল ইসলাম শরিফ একই এলাকার মৃত শাজাহান মোল্লার ছেলে।

র‌্যাব-৫ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকআলা দখতা গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানকালে তার ঘরে রাখা একটি বাক্সে ১০টি ককটেল উদ্ধার ও তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।