খালেদা জিয়া ক্ষমতায় আসলেই সন্ত্রাসের জন্ম হয়


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০১ অক্টোবর ২০১৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাসের জন্ম হয়। দেশকে রসাতলের দিকে ধাবিত করে।

শনিবার বেলা ১টায় নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নওগাঁ-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী এমএ মুহিত, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, পুলিশ সুপার মোজাম্মেল হক, সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি ২২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে জেলার পত্নীতলা মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নির্মাণ কাজের ভিত্তিফলক উম্মোচন করেন।

আব্বাস আলী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।