এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১০ অক্টোবর ২০১৬

আজ ১০ অক্টোবর (সোমবার) বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২২তম মৃতুবার্ষিকী। ১৯৯৪ সালের এ দিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ।

সকাল ৮ টায় শিল্পীর মাজারে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ  করা হয়। পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফিজুল নিলু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।