ধর্ষককে পুলিশে দেয়ায় ধর্ষিতার চাচাকে হাতুড়ি পেটা
নড়াইলের কালিয়ায় পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে পুলিশে দেয়ায় ধর্ষিতার চাচাকে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই রাতে জসিম (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ধর্ষিতার দাদা তোতা মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেছেন।
পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, কলাবাড়িয়া গ্রামের হবিবার শেখের বখাটে ছেলে জসিম শেখ সোমবার রাতে কৌশলে ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ধর্ষক জসিমকে আটক করে। মঙ্গলবার সকালে তাকে নড়াগাতি থানা পুলিশে সোপর্দ করা হয়।
ধর্ষিতার চাচা আমিনুর মোল্যা অভিযোগ করে বলেন, সকালে থানায় যাওয়ার পথে ধর্ষকের চাচা তারিক শেখের নেতৃত্বে ৪-৫ জন আমাকে রাস্তার ওপর ফেলে বেদম হাতুড়িপেটা করেছে। এ সময় হামলাকারীরা আমাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে নড়গাতি থানা পুলিশ উদ্ধার করে আমাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধর্ষণের সত্যতা মিলেছে। ধর্ষণের ঘটনায় মামলা ও ধর্ষক জসিমকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার চাচাকে মারপিটের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধীদের বিরুদ্ধে মামলাসহ গ্রেফতারের জন্য নড়াগাতি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হাফিজুল নিলু/এএম/আরআইপি