হবিগঞ্জে মাটিচাপায় নিহত ২
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাটিচাপায় দুই শ্রমিরেক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গুলগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গুলগাও গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুল গণি (৫০), আব্দুস সহিদের ছেলে জুয়েল আহমেদ (১৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, সকালে কয়েকজন মাটি কাটার শ্রমিক গুলগাও পাহাড়ে সুরুঙ্গ তৈরি করে চীনামাটি সংগ্রহ করতে যায। এ সময় সুরুঙ্গ ভেঙ্গে তাদের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে।
বাহুবল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান পুলিশ মরদেহগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।
বিএ/আরআইপি