রাজশাহীতে ভটভটি চালককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৬ অক্টোবর ২০১৬

রাজশাহীর সিটি পশুহাটে তাইজুদ্দিন ওরফে বিষু (৪০) নামে এক ভটভটি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাটে সাইড দেয়া নিয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী মতি ওরফে রবি দাশকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত তাইজুদ্দিন জেলার পবা উপজেলার নতুন মধুপুরের আব্দুল মজিদের ছেলে ও আটক রবি দাশ নগরীর সুজানগর শিল্পীপাড়া এলাকার কোকিল দাশের ছেলে। তিনি সিটি হাটের লাইনম্যান হিসেবে কাজ করছিলেন।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মহিষ বোঝাই ভটভটি নিয়ে সিটি হাটে এসেছিলেন তাইজুদ্দিন। সেখানে মহিষগুলো ভটভটি থেকে নামানো নিয়ে হাটের লাইনম্যান মতি ওরফে রবির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এরই এক পর্যায়ে হাতে থাকা লাটি দিয়ে মতি তাইজুদ্দিনের মাথায় সজোরে আঘাত করেন। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তাইজুদ্দিন। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে হামলাকারী মতি হাটের লাইনম্যান নন বলে দাবি করেছেন সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু।

তিনি বলেন, ওই ব্যক্তি হাটে পশু মারা যাবার পর অপসারণ করেন। নিজ উদ্যোগেই এ কাজ করেন তিনি। ঘটনার পর তারা তাকে পুলিশে তুলে দিয়েছেন বলে জানান ইজারাদার।

নগরীর শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক মতি ওরফে রবি দাশকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।