নড়াইলে দুদকের গণশুনানি
নড়াইলে সরকারি বিভিন্ন দফতরের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় জেলা শিল্পকলা মিলনায়তনে গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম। জনগণ একতাবদ্ধ হয়েছিলো বলেই সম্ভব হয়েছিল। সেখানেও একটা ছোট বিরোধী শক্তি ছিল রাজাকার, আলবদর ও আল-সামস।
কিন্তু তারা টিকতে পারেনি। তেমনি এখন সময় এসেছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার। জনগণ যদি একতাবদ্ধ হয়ে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, তাহলে দুর্নীতিবাজদের আমাদের সমাজে ঠাঁই হবে না।
তিনি আরো বলেন, গণশুনানি কাউকে হেয় করার জন্য নয়। তবে আমরা এ গণশুনানির মাধ্যমে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পারবো।
জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা শাখা) মো. মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
নড়াইল সদর ও জেলা পর্যায়ের ৩৬টি সরকারি ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে শতাধিক অভিযোগ দাখিল হয়। সকল অভিযোগ দুদক নথিবদ্ধ করে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন বিভাগের ৪০টি অভিযোগ সরাসরি সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি করা হয়।
হাফিজুল নিলু/এফএ/পিআর