নড়াইলকে ভিক্ষুকমুক্ত ঘোষণা


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ অক্টোবর ২০১৬

নড়াইলের কালনা ফেরিঘাট এলাকায় সাইনবোর্ড প্রতিস্থাপনের মধ্য দিয়ে নড়াইল জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

মঙ্গলবার দুপুর ২টায় এ সাইনবোর্ড প্রতিস্থাপন করা হয়। এরপর সদ্য ভিক্ষাবৃত্তি পেশা পরিবর্তন করা বাদামবিক্রেতা লোহাগড়ার কাশিপুর গ্রামের জন্মান্ধ ফারুকের কাছ থেকে বাদাম কেনেন খুলনা বিভাগীয় কমিশনার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Norail

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রায় এক বছর ধরে অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান এবং তিনটি উপজেলার ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অনুদান, গবাদি পশু প্রদানসহ ভিক্ষুকদের কাজে আত্মনিয়োগের মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছেন।

হাফিজুল নিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।