হবিগঞ্জে নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবি


প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২০ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। এসময় তারা রাস্তা অবরোধ করে সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আব্দুল্লাহ মুকিবের কুশপুত্তলিকা দাহ করে।

বৃহস্পতিবার দুপুর ১টায় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সৈয়দ আজহারুল হক বাকু ও শাহ সালাহ উদ্দিন টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পথ সভায় বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর গ্রামের বাড়ি মুকিবের গ্রাম আজমিরীগঞ্জের শিবপাশায়। এ সূত্র ধরেই মূলত মুকিব কেন্দ্রকে ভুল বুঝিয়ে তার নিজ গ্রামের ছেলেদের দিয়ে পকেট কমিটি করিয়েছেন।

মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুসলিম কোয়ার্টার পয়েন্টে রাস্তা অবরোধ করে মুকিবের কুশপুত্তলিকা দাহ করেন।

পথসভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ফারুক আহমেদ, কুতুব উদ্দিন শামীম ও আব্দুল আহাদ প্রমূখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।