ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৫ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মোস্তফা রকিব ভূঁইয়া (২৮) নামে এক শিক্ষকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তসলিমা আহমদ পলি এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা রকিব ভূঁইয়া ধর্মপাশা উপজেলার মহেষপুর গ্রামের বাসিন্দা ও জামালগঞ্জ উপজেলার আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।   

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রায়শই উত্ত্যক্ত করতেন ওই শিক্ষক। উত্ত্যক্তের শিকার ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দিলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে দণ্ডাদেশ দেন আদালত।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।