নড়াইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের ওপর হামলা


প্রকাশিত: ০২:৩০ এএম, ২৬ অক্টোবর ২০১৬

নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাগরিক আন্দোলনের অন্যতম নেতা অ্যাডভোকেট  নজরুল ইসলামের (৫৭) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা আবু নাছের বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় মোস্তারি কমপ্লেক্সের পার্শ্বে পাইচোর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জানা গেছে, অ্যাডভোকেট নজরুল ইসলাম মঙ্গলবার রাত ৯টার দিকে পাইচোর হোটেলের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন স্থানীয় সন্ত্রাসী হকিস্ট্রিক ও লাঠি দিয়ে তাকে বেপরোয়াভবে পেটাতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রমৈত্রীর জেলা কমিটির সাধারণ সম্পাদক  প্রতীক বিশ্বাস সাধন জানান, লটারির নামে জুয়া বন্ধ করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছে।

এদিকে নজরুল ইসলাম জানান, ৩/৪ দিন আগে ফেসবুক স্ট্যাটাসে রূপগঞ্জের মাহফুজ নামে একটি আইডি থেকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, নজরুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে তিনি এখনও কিছু বলেননি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

খবর শুনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেকট শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন, আ.লীগ নেতা শরীফ হুুমায়ুুন কবীর।

এছাড়া অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, কাজী ইসমাইল হোসেন লিটন, খন্দকার আল মুনসুর বিল্লাহ, অ্যাডভোকেট বনমালী মিত্র, জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনীর হোসেন, জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ হিরু, নারী নেত্রী আঞ্জুমান আরা, সদর উপজেলা নারী ভাইস চেয়ারমান স্বপ্না সেনসহ বিভিন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ হাসপাতালে ছুটে যান।

এদিকে, ঘটনার প্রতিবাদে ওয়াকার্স পাটিসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবি জানানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশেরে ডাক দিয়েছে। এছাড়া ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বানে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রিকশা-ভ্যান ধর্মঘট এবং বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

উল্লেখ্য, নড়াইল শহরের কুরিরডোব মাঠে মাসব্যাপী হস্ত ও বস্ত্র শিল্প মেলায় লটারির নামে জুয়ার আসর চলছিল। সামাজিক আন্দোলনের কারণে গত সোমবার (২৪ অক্টোবর) থেকে জেলা প্রশাসন এ লটারি বন্ধ করে দেয়ায় সরকার সমর্থিত একটি গ্রুপ ক্ষুব্ধ হয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে সচেতন মহলের ধারণা।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।