কালিয়ায় নদী ভাঙনে ৫০টি পরিবার দিশেহারা


প্রকাশিত: ১১:০২ এএম, ৩১ অক্টোবর ২০১৬

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর পানি কমতে শুরু করলেও ইতোমধ্যে সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রায় ৫০টি বাড়ি, মন্দির, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মূল্যবান গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙা পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সালামাবাদ ইউপির দেবীপুর গ্রামের অমেত্য, গোবিন্দ, নিখিল, নিরাপদ, মিহির, শুশান্ত, শুভ্র, সুবাস, শ্যামা, সাধু, বিজন, দুলাল, প্রভাষ, দিলীপ, নব, কৃষ্ণ, শৈলেন, পংকজ, হরষিৎ, বিপুল, বিদ্যুৎ, দুলাল, জাহাঙ্গীর, হাসান, একরাম, আজিবর, ফুলমিয়া, সালাম, মিজান, তুজিবর, হারু, মনিরুল, হামিদ, খালেক, আলী, দবিরসহ প্রায় ৫০ জনের ঘর-বাড়ি নদী ভাঙনে নিঃশেষ হয়ে গেছে।

এছাড়া  উপজেলার দাশনাওরা, নওয়াগ্রাম, চাঁদেরচর, তেলিডাঙ্গা,পেড়লীস্থান ও বুড়িখালী গ্রাম নবগঙ্গা নদীর ভাঙনের কবলে পড়েছে।

এ প্রসঙ্গে সালামাবাদ ইউপি চেয়ারম্যান এফ এম শামীম আহম্মেদ বলেন, নদীভাঙা মানুষের সহযোগিতা করার পাশাপাশি প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

একই প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম বলেন, সালামাবাদ ইউপির দেবীপুর ভাঙনরোধের কাজের বিষয়ে অদ্যাবধী কোনো পরিকল্পনা নেই।

হাফিজুল নিলু/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।