মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় আসামি দুই শতাধিক


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

হবিগঞ্জের মাধবপুরের দুটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মাধবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বাদী হয়ে ২০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুরের রসরাজ দাস নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করে। এর প্রতিবাদে রোববার বিকেলে মাধবপুর বাজারে ও বুল্লা এলাকায় দুটি মন্দিরে ভাঙচুর করে কতিপয় যুবক।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় সোমবার দুপুরে ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী জানান, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।