বাহুবলে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার
প্রতীকী ছবি
হবিগঞ্জের বাহুবল থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ডিবি পুলিশ উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে জামাল মিয়া (৩০), একই উপজেলার দত্তপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে মোশাহিদ মিয়া (২৭)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজমিরুজ্জামান জানান, ডাকাতির চেষ্টাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। জামালের বিরুদ্ধে হবিগঞ্জ জেলায় ১১টিসহ দেশের বিভিন্ন থানায় প্রায় ২০টি ডাকাতির মামলা রয়েছে বলে ওসি জানান।
এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস