সুনামগঞ্জের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৭ নভেম্বর ২০১৬

হাওড় অধ্যুষিত সুনামগঞ্জ জেলার ৫৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া ৬৮২টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যহত হচ্ছে পাঠদানসহ দাফতরিক কার্যক্রম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৭টি, দোয়ারাবাজার উপজেলায় ২৪টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৩টি, ছাতক উপজেলায় ৬০টি, তাহিরপুর উপজেলায় ৫৩টি, জামালগঞ্জ উপজেলায় ৫১টি, ধর্মপাশা উপজেলায় ৭৫টি, শাল্লা উপজেলায় ৪৭টি, দিরাই উপজেলায় ৫১টি, জগন্নাথপুর উপজেলায় ৫৯টি, এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

sunamgonj1

একাধিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রধান শিক্ষক না থাকায় দাফতরিক কাজসহ পাঠদানে অন্য শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। মাত্র ৩৫ শতাংশ শিক্ষার হার এ জেলায়। তন্মধ্যে শিক্ষক সংকট প্রকট হলে ভবিষ্যতে আরো নিম্ন দিকে ধাবিত হবে এ জেলার শিক্ষার হালচাল। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।  

শূন্যপদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে জানিয়ে সোমবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী জাগো নিউজকে বলেন, পাঠদানসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখতে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের পদ জরুরি ভিত্তিতে পূরণ করা প্রয়োজন। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

রাজু আহমেদ রমজান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।