খালেদার ষড়যন্ত্রে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৩ নভেম্বর ২০১৬

খালেদা জিয়া সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ নড়াইল জেলা শাখার এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ নড়াইল জেলা শাখা এর আয়োজন করে।

জেলা জাসদের সভাপতি তালুকদার হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মী সভায় কেন্দ্রীয় জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্তুসহ জেলা জাসদের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ফিতা কেটে নড়াইল জেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত নড়াইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী অফিসের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।