নড়াইলে ইয়াবাসহ আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৬ নভেম্বর ২০১৬

নড়াইলে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি লিটন কাজীকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বুধবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদি গ্রামের নিজ বাড়ি থেকে লিটন কাজীকে গ্রেফতার করে।

লিটন কাজী ওই গ্রামের কেরামত কাজীর ছেলে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন কাজী মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি। এতো দিন সে পলাতক ছিল।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।