মুন্সিগঞ্জে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে পৃথক ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মালিপাথর এলাকায় শুক্রবার সন্ধ্যায় মুক্তা (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। স্বজনরা জানিয়েছে, দোকান থেকে চুরি করে চকলেট খাওয়ার অভিযোগে বকুনি দিলে অভিমান থেকে সে আত্মহত্যা করে।
এদিকে, সদর উপজেলার আধারা এলাকায় মাদরাসাছাত্রী নাহিদা আক্তার (১৪) আত্মহত্যা করেছে। স্বজনরা জানিয়েছে, সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল।
অপরদিকে, শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের তিনগাও গ্রামের গৃহবধূ মিতু মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল রহমান জানান, শুক্রবার রাতে মৃতের স্বজনরা মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। শনিবার কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমএস