দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক
পূর্ব বিরোধের জেরে সুনামগঞ্জের তাহিরপুরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী নোয়ানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নোয়ানগর গ্রামের আজগর আলী ও একই গ্রামের আলী মর্তুজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়পক্ষের মহিলাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজু আহমেদ রমজান/এএম/আরআইপি