কামারের ঘর থেকে তিন শতাধিক টেঁটা উদ্ধার


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৩ নভেম্বর ২০১৬

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলেক চাঁন মুন্সির প্রস্তুত করতে দেয়া তিন শতাধিক দেশীয় অস্ত্র ও টেঁটা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বালুরচর গ্রামের কামার মো. আলীর বাড়ি থেকে এসব টেঁটা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বালুরচর ইউনয়নের আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সি এলাকার আধিপত্য ধরে রাখার জন্য পাশের কামার মো. আলীকে দিয়ে টেঁটাগুলো তৈরি করেন।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে মো. আলীর ঘর থেকে তিন শতাধিক টেঁটা উদ্ধার করে।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।