মৃত মুক্তিযোদ্ধার ব্যাংক ঋণ পরিশোধ করলেন প্রতিবেশী


প্রকাশিত: ১০:৪৮ এএম, ৩০ নভেম্বর ২০১৬
প্রতিবেশী হাবিবুর রহমান।

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ব্যাংক ঋণ পরিশোধ করলেন মো. হাবিবুর রহমান নামে এক প্রতিবেশী। গত ২৭ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখায় গিয়ে তিনি এই ঋণ পরিশোধ করেছেন।

১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখা থেকে মাত্র ৫ হাজার টাকা কৃষি ঋণ নেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। এর কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর সংসারে অভাবের কারণে তার ছেলেমেয়েরা আর সেই ঋণ পরিশোধ করতে পারেননি। ইতোমধ্যে সেই টাকা সুদে-আসলে ১০ হাজারে দাঁড়ায়।

ব্যাংক সূত্রে জানা যায়, একটি হালের বলদ ক্রয় বাবদ নগদ ৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তা বর্তমান সুদে-আসলে দ্বিগুণের আওতায় ১০ হাজার টাকা স্থিতি হয়েছিল।

কালিয়া শাখার কর্মকর্তা মো. জোনায়েদ হোসেন বলেন, অনেকেই ব্যাংক থেকে ঋণ নেয়ার পর আর ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু ঋণ পরিশোধে মৃত মুক্তিযোদ্ধা পরিবারটি সক্ষম ছিল না। বিষয়টি জানতে পেরে তারই প্রতিবেশী মৃত মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে হাবিবুর রহমান ঋণ স্বেচ্ছায় পরিশোধ করেছেন।

হাবিবুর রহমান বলেন, ঋণ গ্রহীতা শুধু আমার প্রতিবেশী নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির নামে ঋণ থাকা ঠিক নয়। তাই আমি নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে ঋণ পরিশোধ করেছি। একজন মুক্তিযোদ্ধার উপকারে আসতে পেরে আমার জীবন ধন্য।

হাফিজুল নিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।