শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার প্রায় ৪ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় কুয়াশার প্রভাব কাটলে এ রুটের ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

মাওয়াস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ থাকার প্রায় ৪ ঘণ্টা পর কুয়াশা কাটলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এখন এ রুটে ১১ টি ফেরি যানবাহন পারাপারে সচল রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।