মুন্সিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শীতবস্ত্র বিতরণ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সিগঞ্জে বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় হজরত মুহাম্মদের (সা.) ধরণীতে আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। এ সময় বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখার ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০ টার দিকে শহরের লিচুতলার পুরাতন ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রা বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সারা দেশে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহরের সব মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে শোভাযাত্রা শেষে প্রায় এক হাজার গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজি মো. ফয়সাল বিপ্লব, সভাপতিত্ব করেন আহলে সুন্নত আল জামায়তের সভাপতি মাওলানা মনসুর আহম্মেদ প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস