স্কুলছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের বাহার আলীফ (১৪) নামের স্কুলছাত্রের মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ঢাকার মুরাদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় বেপারি (১৮) রামকৃষ্ণদী গ্রামের মো. রাজন বেপারির ছেলে।

সিরাজদিখান থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হানিফ সরকার জানান, মূল আসামি হৃদয়কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, কিছুদিন আগে আলিফ হৃদয়কে ৩০০ টকা দিয়েছিল একটি ছুরি কেনার জন্য। কিন্তু সেটি না দেয়াতে আলিফ হৃদয়ের খালার কাছে বিচার দেয় এবং খালা হৃদয়কে বকাঝকা করে।

আলিফের উপর সেই ক্ষোভ জমে থাকে তার। এর মধ্যেই বিদেশ থেকে আলিফের কাছে স্যামসং গ্যালাক্সি মোবাইল ফোন আসে। যা হৃদয় দেখে নিজের করে পেতে পরিকল্পনা করে। তার দামি মোবাইল হাতিয়ে নেয়া ও পূর্বের ক্ষোভের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।