পাথর বোঝাই ট্রাকে ৯৫০ বোতল ফেনসিডিল
মুন্সিগঞ্জে সরকারি হরেগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে দাড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে এসব উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের এসআই মো. ইমাম হোসেন জানান, ভোরে মুন্সিগঞ্জের সরকারি হরেগঙ্গা কলেজের পরিত্যক্ত ছাত্রবাসের সামনে ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬০ নাম্বারের পাথর বোঝাই একটি ট্রাক দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ট্রাকটিতে তল্লিাশি করে পাথরের নিচে চাপা দেয়া চটের বস্তা থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ট্রাক ও জব্দকৃত ফেনসিডিল পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস