মুন্সিগঞ্জে কলেজ ছাত্রাবাস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মু্ন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে কলেজের জিয়া হল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি রাইফেলসহ বেশকিছু গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে কলেজের ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সন্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস