কলেজ ছাত্রাবাস থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে কলেজের ছাত্রাবাস জিয়া হল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান শেষে হল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি রাইফেল, বেশকিছু গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সিগঞ্জ পুলিশ, গোয়েন্দা শাখা, পুলিশ লাইনসহ বিভিন্ন অফিসার ও ফোর্সের সমন্বয়ে কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে হরগঙ্গা কলেজ ও ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পাইপ গান, ১টি থ্রি নট থ্রি রাইফেল ড্যাম, ১টি এয়ারগান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, পাইবগান তৈরির বিভিন্ন অংশ, ২টি চাইনিজ কুড়াল, ৫টি বড় ছোরাসহ তিনটি কাভার ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল ফেন্সিডিল।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।