শিমুলিয়া-কাওরাকান্দিতে নৌযান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৩:২৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটসি কর্তৃপক্ষ। এদিকে, মঙ্গলবার সকাল থেকে লঞ্চ, সি-বোটসহ অন্যান্য নৌযান বন্ধ রয়েছে।

মাওয়া বিআইডব্লিউটিসি`র ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় পদ্মার বিভিন্ন পয়েন্টে ৮ টি ফেরি নোঙ্গর করে রাখা হয়। যায় মধ্যে ছোট-বড় গাড়ি মিলে প্রায় দেড় শতাধিক যানবাহন রয়েছে। আর শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক যানবাহন রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি ও মাঝিকান্দি নৌরুটের লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ রয়েছে।

মাওয়া নৌ ফাঁড়ি ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এবং ভোরে কুয়াশার প্রভাব আরও বাড়তে থাকলে লঞ্চসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।