৪ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৪ ঘণ্টা পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় এ রুটের ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটসি কর্তৃপক্ষ।

মাওয়া বিআইডব্লিউটিসি`র ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হওয়ায় ভোর ৫টায় চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং কুয়াশার প্রভাব কাটলে সকাল ৯ টায় তা আবার চালু করা হয়েছে।

মাওয়া নৌফাড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাট এলাকায় যানবাহনের চাপ নেই।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।