শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

শুক্রবার ৯ ঘণ্টা পর সকাল সাড়ে ৭ টায় ফেরি চলাচল স্বাভাবিক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়তে থাকে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। রাত থেকে আটকে থাকা যানবাহন আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ নিয়ে রিতিমত হিমসিম খেতে হচ্ছে।

তিনি আরো জানান, শিমুলিয়া প্রান্তে ছোট-বড় গাড়ি মিলে প্রায় হাজার খানেক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি সবগুলো সচল রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।