হবিগঞ্জে জাল টাকাসহ যুবক আটক


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৫ মার্চ ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক লাখ জাল টাকাসহ জায়েদ আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার দিবাগত রাতে উপজেলার পুরানবাজার থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার এএনএ মুসাব্বীরের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

এ সময় শায়েস্তাগঞ্জের পুরাতন বাজারের মেসার্স চৌধুরী অ্যান্ড কোম্পানি পেট্রোল পাম্পের সামনের ফুটপাত থেকে এক লাখ জাল টাকাসহ জায়েদকে আটক করা হয়।
 
জাল টাকাসহ জায়েদকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজেড/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।