সাবেক এমপির বাসার কেয়ারটেকার খুন : আটক ৪


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৭
প্রতীকী

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ও কেয়ারটেকার খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতি ও কেয়ারটেকার খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চারজনকে আজ আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতাররা হলেন, দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামের শাহান সর্দারের ছেলে জাকির হোসেন (২৪), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে একরাম হোসেন (৩০), একই উপজেলার মুকসেদপুর গ্রামের কুমি মিয়ার ছেলে মাছুম মিয়া ওরফে সুলতান চৌধুরী (২৫) ও ঘাগটিয়া গ্রামের কাজি মাকসুদুল হকের ছেলে রুহুল আমীন (৩৩)।
   
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর শনিবার গভীর রাতের কোনো এক সময় এমপি নাছিরের দিরাই উপজেলার বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় বাসার কেয়ারটেকার লিলু মিয়াকে (১৫) হত্যা করে ডাকাতরা।

রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।