সুনামগঞ্জে ভারতীয় কিসমিসসহ নৌকা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ইঞ্জিনচালিত একটি স্টিলের নৌকাসহ ১ হাজার ১৬০ কেজি ভারতীয় কিসমিস জব্দ করেছে বিজিবি।

বুধবার ভোরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর সংলগ্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত স্টিলের নৌকাসহ এসব কিসমিস জব্দ করা হয়। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী নৌকাসহ কিসমিসের মূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) জানান, অভিযান পরিচালনাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ সব ধরনের চোরাচালান এবং অন্যান্য যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি বদ্ধ পরিকর রয়েছে বলেও জানান তিনি।

রাজু আহমেদ রমজান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।