সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্তে বিজিবি-বিএসএফ এর যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ যৌথ টহল চলে।

আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯১ এর বাগলী এলাকা থেকে ১১৯৩ এর মাঝেরছড়া এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে টহল অনুষ্ঠিত হয়।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার নাসির উদ্দিন আহমদ (পিএসসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, টহলে বাংলাদেশের পক্ষে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিরেন্দ্রনগর বিওপি ক্যাম্পের (বর্ডার অবজারবেশন পোস্ট) কোম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস মজুমদার।

অপরদিকে ভারতের পক্ষে ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ-১১ এর অধীন বাগলী ক্যাম্পের ইন্সপেক্টর এন.কে সিং।

রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।