বড় বোনের পথে শিশু অরিপ্রা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ফুটফুটে চাঁদের মতো দেখতে শিশুটির নাম তাবাসসুম সাফাইয়া অরিপ্রা। বয়স মাত্র ৩ বছর। এ বয়সে অরিপ্রার ছুটোছুটি করে খেলাধুলা করার কথা। থাকার কথা বাবা-মায়ের কোলজুড়ে। অথচ অরিপ্রার ঠিকানা হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল।

সেখানে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ববধানে চিকিৎসা নিচ্ছে অরিপ্রা।

ডাক্তাররা জানিয়েছেন, অরিপ্রা acute lymphoblastic leukemia- CNS negative (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত। ব্যয়বহুল হলেও প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে শিশুদের ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশ রোগীই সুস্থ হয়ে উঠেন।

অন্যদের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ শতাংশ। মোট ২ বছর অরিপ্রার চিকিৎসা চালাতে হবে। প্রথম পাঁচ মাসেই খরচ পড়বে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। পুরোপুরি সুস্থ করতে ৩০ লাখ টাকার প্রয়োজন হবে।

বিশাল অঙ্কের এই টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা অরিপ্রার বাবা জাহাঙ্গীর আলমের পক্ষে।

গত বছরের ৭ এপ্রিল মাত্র ১৪ বছর বয়সে অরিপ্রার বড় বোন হুমাইয়া আবিদা অর্থি কিডনির রোগে মারা যায়। এ শোক কাটতে না কাটতেই ছোট মেয়ে অরিপ্রারও ব্লাড ক্যান্সার ধরা পড়ায় নিঃস্ব হতে বসেছে পরিবারটি।

Aripra

জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, বড় মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। তবুও তাকে বাঁচাতে পারিনি। তার শোক এখনো কেটে উঠতে পারিনি। এরমধ্যে ছোট মেয়ের ক্যান্সার ধরা পড়লো। বুঝে উঠতে পারছি না কি করবো।

তিনি বলেন, এই হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। মানুষজন সাধ্য মতো আমার বিকাশ 01712-544098 নম্বরে সাহায্য পাঠাচ্ছে। এ পর্যন্ত ৩০ হাজার টাকা সাহায্য পেয়েছি। যা দিয়ে নিয়মিত ওষুধ কিনতে পারছি। আরো অনেক টাকার দরকার।

এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

অরিপ্রাকে সাহায্য পাঠাতে পারেন : Name : Md Jahangir Alom , Branch Banani ,City bank Account No:2101494660001

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।