সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে : আইজিপি


প্রকাশিত: ০৯:১০ এএম, ১২ জানুয়ারি ২০১৭

বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে নিজ গ্রাম নর কলিকাতায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, দূরে থাকার কারণে এ এলাকার অসুস্থ মানুষ হাসপাতালে যেতে চায় না। হাসপাতালটি হলে তারা খুব সহজেই স্বাস্থ্যসেবা পাবে। বর্তমানে বাংলাদেশে মায়ের মৃত্যুর হার হ্রাস পেয়েছে। আরো হ্রাস পাবে। সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়ন হবে।

IGP

এসময় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন মশিউর রহমান ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হক উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।