বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ জাতীয়করণ


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরের জাজিরায় জাতির জনকের স্মৃতি ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটি অবশেষে ৩য় ধাপে জাতীয়করণ করা হলো।

জানা যায়, অবকাঠামো, ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসিক সমস্যায় জর্জরিত এই কলেজটি ১৯৯৮ সালে বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ নামে জাজিরা উপজেলায় প্রতিষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাস্টার মুজিবুর রহমান শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে তৎকালীন সময়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটির দায়িত্ব নেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনিই কলেজটিকে মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দিতে আপ্রাণ চেষ্টা করেন।

বর্তমানে বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মুজাম্মেল হক। তার প্রচেষ্টায় ২০১০ সালে বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটি এমপিওভূক্ত হয়েছে। এছাড়া কলেজটিতে একটি ৪ তলা ও একটি ১ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ হয়েছে।

বর্তমানে কলেজটিতে স্নাতক (সম্মান) পাস কোর্সে ২টি বিষয়ে চলমান এবং স্নাতক (সম্মান) অনার্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে। কলেজটিতে ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জন শিক্ষক পাঠদান করান।

স্থানীয়রা জানান, কলেজটি জাতীয়করণ হওয়ায় তারা আনন্দিত। কিন্তু ভালো শিক্ষক নিয়োগ করা দরকার। ভালো শিক্ষক নিয়োগ করলে ছেলে-মেয়েদের পড়াশোনা করতে দূরে যেতে হবে না।
 
বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের অংশ হিসেবে শরীয়তপুর জেলাধীন জাজিরা উপজেলায় অবস্থিত বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ জাতীয়করণের লক্ষে স্থানীয় সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করলে ৩য় ধাপে ঘোষিত ২৩ কলেজের তালিকায় বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেটি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়।

তিনি জানান, ইতোমধ্যে জাতীয়করণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তিন সদস্যবিশিষ্ট পরিদর্শন টিম কলেজটি পরিদর্শন করেন এবং পরিদর্শন রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন। শিগগিরই দলিল হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুকুল কুমার মৌত্র বলেন, বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় কলেজের শিক্ষার মান উন্নত হবে। ভালো শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তি হবে।

জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  মো. মোবরক আলী সিকদার বলেন, জাতীয়করণ করায় কলেজে আরও মেধাসম্পন্ন শিক্ষকদের আগমন ঘটবে। সেই সঙ্গে শিক্ষার মান বৃদ্ধি পাবে।

স্থানীয় সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকার জাজিরায় বি কে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটি জাতীয়করণ করেছেন। ফলে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।