মালভর্তি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় আটক ১


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

রাঙামাটির নানিয়ারচরে মালভর্তি দুই ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাজীব ত্রিপুরা (২৬)।

মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে চালান দেয়া হয়। তিনি খাগড়াছড়ির মহালছড়ির পলিপাড়া বাসিন্দা মৃত কালাচান ত্রিপুরার ছেলে।  

এর আগে সোমবার ভোরে চাঁদা না পেয়ে গতিরোধ করে মালভর্তি দুই ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির চোংড়াছড়ি নামক পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে মালভর্তি দুটি ট্রাকই পুড়ে গেছে।

এ ঘটনায় নানিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে ৪-৫ জনকে আসামি করে ঘটনার দিন মামলা করে। এরপর রাতে আসামিদের মধ্যে রাজীব ত্রিপুরাকে গ্রেফতার করে নানিয়ারচর পুলিশ।

নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আদালতের মাধ্যমে রাজীব ত্রিপুরাকে কারাগারে পাঠানো হয়েছে।  

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।