গাংনীতে পিকনিকের ৫ বাসে দুর্ধর্ষ ডাকাতি
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ৩টার দিকে ডাকাতদল অস্ত্রের মুখে শিক্ষা সফরের ৫টি গাড়িতে ডাকাতি করে। এসময় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পিকনিক থেকে ফেরা বাসের যাত্রীরা জানায়, রোববার সকালে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ৫টি বাস ভাড়া করে নওগাঁ জেলার পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহারে শিক্ষা সফরে যায়। সেখান থেকে মেহেরপুর ফেরার পথে অস্ত্রধারী ডাকাতের কবলে পড়ে শিক্ষা সফরের যাত্রীরা।
কুষ্টিয়ার খলিসাকুন্ডি ব্রিজ পার হয়ে মেহেরপুর সীমানার মধ্যে পৌঁছালে সড়কের উপর গাছ ফেলে বাসগুলোর গতিরোধ করে ডাকাত দল। এরপর অস্ত্রের মুখে ঘণ্টাব্যাপী ডাকাতি করে। এসময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী আহত হয়। ডাকাতি শেষে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
কলেজের অধ্যক্ষ একরামুল আযীম জানান, স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল।
ইমন নামের এক শিক্ষার্থী জানায়, সে তার বাবা মুজিবনগর থানা পুলিশের এএসআই আব্দুল আলিমকে ডাকাতির ঘটনা মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানায়। তিনিই ঘটনাটি গাংনী থানাকে অবহিত করেন।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু তার আগেই ডাকাতদল পালিয়ে গেছে। ডাকাতদল ধরার চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস