কড়া নিরাপত্তায় বড়াইগ্রামে ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৬ মার্চ ২০১৭

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮ টা থেকে উপজেলার ৮১টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, প্রত্যেক ভোট কেন্দ্রে তিনজন পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগিতায় অস্ত্রধারী দুইজন আনসার সদস্য ছাড়াও অতিরিক্ত আরও ১০ জন করে আনসার নিয়োজিত রয়েছেন।

৮১টি কেন্দ্রে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪০৬ জন সদস্য নিয়োজিত রয়েছেন। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স ও চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোর্সসহ দায়িত্ব পালন করছেন।

এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে এবং উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম মারা গেলে পদটি শূন্য হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।