বড়াইগ্রামে সিদ্দিকুর রহমান বিজয়ী


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৬ মার্চ ২০১৭

বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রাশেদুল ইসরাম রাসেল পেয়েছেন ৩৯ হাজার ২০৬ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হাসান এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

সকাল ৮টা থেকে উপজেলার ৮১টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে লোকজন আসতে থাকে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে মোবাইল কোর্ট ছিল। সেই সঙ্গে সমগ্র উপজেলার জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটার ৮১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী অফিস সূত্র জানায়, বড়াইগ্রামে ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং বিএনপির রাশেদুল ইসলাম রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম মারা গেলে পদটি শুন্য হয়।

রেজাউল করিম রেজা/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।