কুলাউড়ায় বজ্রপাতে বউ-শাশুড়ি নিহত


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১২ এপ্রিল ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরে বজ্রপাতে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হাজিপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় হচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে হাজিপুর গ্রামের রিকশাচালক বারিক মিয়ার মা দুলবি বিবি (৬৫) ও বারিক মিয়ার স্ত্রী ছইফা বেগম (৩৫) নিহত হন।
 
এ ব্যাপারে কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদ আলী বজ্রপাতে শাশুড়ি ও পুত্রবধূ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এমজেড/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।