বাগেরহাটে পুলিশি পাহারায় বিয়ে সম্পন্ন


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১০ মার্চ ২০১৭

বাগেরহাটের চিতলমারীতে বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় পণ্ড হয়ে যাওয়া বিয়ে পুলিশি প্রহরায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলীর মেয়ে সুরফিনের সঙ্গে পাশ্ববর্তী মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের এনায়েত সরকারের ছেলে জিয়া সরকারের বিয়ের কাজ শেষ হয়।
 
পুলিশি প্রহরায় বিয়ের অনুষ্ঠান হয়েছে কীনা জানতে চাইলে চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বৃহষ্পতিবার বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটায় শেখ ইদ্রিস আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যাতে নতুন করে কোনো সংঘাত না হয় সেজন্য ওই এলাকায় বাড়তি পুলিশ টহল জোরদার করা হয়েছে।

শেখ ইদ্রিস আলীর মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। হামলাকারীরা আত্মগোপণে যাওয়ায় তাদের এখনো গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় শেখ ইদ্রিস আলী এখনো থানায় কোনো মামলা করেননি।

বৃহষ্পতিবার পূর্ব বিরোধের জের ধরে শেখ হদ্রিস আলীর বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বসত ঘর বিয়ের প্যান্ডেল ভাঙচুর ও লুটপাট করে এবং বাড়িতে আশা অতিথিদের জন্য রান্না করা খাবার ফেলে দেয়। এতে শেখ ইদ্রিস আলীর মেয়ের বিয়ে পণ্ড হয়ে যায়।
এসময় নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। ওই দিনই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেখ ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবারর গায়ে হলুদের দিন আকস্মিকভাবে স্থানীয় ইউপি সদস্য সোহাগ শেখ বেশ কিছু লোক সঙ্গে নিয়ে এসে তার বাড়িতে হামলা চালায়। যার কারণে গায়ে হলুদের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। শুক্রবার পুলিশ নিরাপত্তা দেয়ায় শান্তিপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে।

শওকত বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।