মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ মার্চ ২০১৭
ফাইল ছবি

সৃষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার রাত থেকে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছ ধরা ট্রলারগুলো সাগরে টিকতে না পেরে আশ্রয় নিচ্ছে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে।

আবহাওয়া বিভাগ মংলাসহ উপকূলের বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা  ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

সুন্দরবন বিভাগ থেকে বলা হয়েছে, উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পারায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকশ মাছ ধরা ট্রলার সুন্দরবনের কটকা, কচিখালী, হিরনপয়েন্ট ও দুবলারচরের ছোট ছোট খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।

একইভাবে বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবি বাজার, শরণখোলা, রায়েন্দা ও মংলায়ও কয়েকশ ফিশিং ট্রলার আশ্রয় নিয়েছে। বাগেরহাটে দিনভর দমকা হাওয়ার পাশাপাশি থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। নদীও উত্তাল হয়ে উঠেছে।

মংলা বন্দর সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে পণ্য ওঠা-নামা ও পরিবহনের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে মংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে।

শওকত আলী বাবু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।