মেহেরপুরে পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১১ মার্চ ২০১৭

মেহেরপুরের গাংনী থেকে মজনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানখোলা মাঠের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মজনু মিয়া আড়পাড়া গ্রামের মৃত লাল চাঁদ আলীর ছেলে। গাংনীর থানাপাড়ার ইটভাটা মালিক খোকন হত্যা মামলার আসামি তিনি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মজনু মিয়া অস্ত্র নিয়ে গাংনী-ধানখোলা সড়ক দিয়ে বাইসাইকেলযোগে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গাংনী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

গাংনীর আলোচিত ইটভাটা মালিক খোকন হত্যা মামলার অন্যতম আসামি মজনু মিয়া। এছাড়া তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আসিফ ইকবাল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।