নেশার টাকা না পেয়ে নিজের শরীরে আগুন
নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজ শরীরেই আগুন ধরিয়ে দগ্ধ হয়েছেন এক যুবক। শনিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ যুবকের নাম সোহেল (২৮)। তিনি ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মাদকাসক্ত সোহেল এক সন্তানের জনক। এক বছর আগে তার স্ত্রীকে তালাক দেন তিনি। সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোহেল নিজ বাড়ির পাশে একটি সুপারি গাছের সঙ্গে নিজের শরীর বেঁধে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুনের শিখা সাড়া শরীরে ছড়িয়ে পড়লে তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহেল নেশার টাকা যোগাতে এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। পরে নেশার টাকা যোগাতে ও ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এএম/আরআইপি