লালপুরে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা
নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় ২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হচ্ছেন, উপজেলার জোয়ারি রাখসা গ্রামের শাহ আলম (৩২) এবং একই এলাকার মাদক ব্যবসায়ী রয়েল (২৬)।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, রোববার সন্ধ্যায় নাটোর ডিবি পুলিসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাকসা এলাকায় অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী শাহ আলমের বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে পুলিশের এক সদস্য আহত হয়।
এ সময় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম