মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৪ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলো বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. উজ্জল শেখ। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি সীতা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মো. উজ্জল শেখ কোদাল দিয়ে তার মা শাহিদা বেগমের দুই হাতের ৯টি আঙ্গুল কেটে ফেলেন। এসময় এলাকাবাসী তার মা শাহিদা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই শাহিদা বেগম মারা যান।

এ ঘটনায় বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার র্দীঘ তদন্ত শেষে কচুয়া থানা পুলিশের এসআই  বোধন চন্দ্র বিশ্বাস একই বছরের ৬ নভেম্বর  আদালতে চার্জশিট দাখিল করেন।

এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালতের বিজ্ঞ বিচারক আজ এই রায় দেন। একই সঙ্গে আদালত আসামিকে দুই হাজার টাকা জরিমানা করেন।

শওকত বাবু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।